কল্পনা দের ঘর বেঁধো না!
মন গড়তে তারাও জানে।
খাতার মাঝের আঁকিবুকি টাই-
কথা না বলার মানে।।
আজকে না হয় তোমায় ফেরত,
দিলাম কটা প্রশ্ন!
রঙছাড়া রাগ, একটা গোলাপ-
ধোঁয়াটে কফিতে ঊষ্ণ!
বাদবাকিটা থাক, জমা থাক।
মাঝরাস্তাতে বন্দী।।
আমিও যদি লেনদেন দেখি-
ফিকে লাগবে নাকি গণ্ডি?
দিতে হবে, যদি পথ বলে দেয়।
ফিরে চাওয়া যায় বারবার।
আজকে শুধু নালিশ করুক,
আজগুবি সব আবদার।।
আজগুবি
Subscribe to Ingenium
Get the latest posts delivered right to your inbox