কল্পনা দের ঘর বেঁধো না!
মন গড়তে তারাও জানে।
খাতার মাঝের আঁকিবুকি টাই-
কথা না বলার মানে।।
আজকে না হয় তোমায় ফেরত,
দিলাম কটা প্রশ্ন!
রঙছাড়া রাগ, একটা গোলাপ-
ধোঁয়াটে কফিতে ঊষ্ণ!
বাদবাকিটা থাক, জমা থাক।
মাঝরাস্তাতে বন্দী।।
আমিও যদি লেনদেন দেখি-
ফিকে লাগবে নাকি গণ্ডি?
দিতে হবে, যদি পথ বলে দেয়।
ফিরে চাওয়া যায় বারবার।
আজকে শুধু নালিশ করুক,
আজগুবি সব আবদার।।