রক্তে আগুন জ্বেলে
বানিয়েছি কালো রক্ত অঙ্গার,
হিংসাকে ভালবেসে তলোয়ারের সাথে
করেছি মুন্ডছেদ,বেঁধেছি নদীর জল।

লেজকাটা কুকুর কিংবা শিং ভাঙা গরুটিও
ভোগ করছে নাকি পূর্ব জন্মের কৃতকর্ম,
ধূপ,মোম,চাদরেই ঢাকছে সামাজিকতা,
তবুও কি শান্তি,তাই না?

স্রষ্টার কূট রূপে দন্ধে মানুষ
রক্ত জ্বলছে তেপান্তরে,
বেড়েই চলে এনট্রপি দিনদিন,
সইতে পারে,তারা অভিযোজিত।

শিখতে হয়েছে শ্রেনিলিপি,
একশ পাতার উপপাদ্য
নামতাই যেন পড়ে চলি সেই, এক এক্কে ঠিকই এগারো।